ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

পাকিস্তানের পিটিআই নেতা নিহত  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ২২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্যতম নেতা ইকরামুল্লা খন্দকার এক আত্মঘাতি বোমা হামলা নিহত হয়েছেন। আজ রোববার গান্ডপুরের কালোচি অঞ্চলে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাকে উদ্ধার করে ডি খানের কম্বাইন্ট মিলিটারি হাসপাতালে নেওয়া হলে  কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের ডিপিও মনজুর আফরিদি গণমাধ্যমকে বলেন, এই আত্মঘাতি বোমাতে প্রায় ৮ থেকে ১০ কিলোগ্রাম বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে।

হাসপাতালের তথ্য মতে, ওই গাড়িতে থাকা চালক এবং গার্ড উভয়ে মারাত্মাকভাবে আহত হয়েছেন।

একরামুল্লাহ এর আগে গান্ডপুর প্রদেশে খায়বার পাখতুখাওয়া মন্ত্রিসভার এগ্রিকালচারালমন্ত্রী ছিলেন।

তার মৃত্যুতে পাকিস্তানের তেহরিক-ই ইনসাফের প্রধান ইমরান খান এবং আফিস গফুরসহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন।

 সূত্র: ডন।

এমএইচ/এসএইচ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি